
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ১১:২২ পিএম
টানা চতুর্থবার শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি হলেন শাম্মি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পিএম

শাম্মি সিলভা চতুর্থবারের মতো শ্রীলঙ্কা ক্রিকেট সভাপতির পদে নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। টানা তৃতীয়বারের মতো তিনি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এ পদে বসছেন। তার নেতৃত্বাধীন পুরো দলও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পুনর্নির্বাচিত হয়েছে।
জয়ন্ত ধর্মদাসা এবং রবিন ভিক্রমারত্নে পুনরায় সহ-সভাপতি হয়েছেন, আর সুজীবা গদালিয়াদ্দা, ক্রিশান্থা কাপুওয়াট্টে এবং লাসান্থা উইক্রমাসিংহে যথাক্রমে কোষাধ্যক্ষ, সহকারী সচিব এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে বহাল রয়েছেন।
তবে সচিব মোহন ডি সিলভা, যিনি ২০২৩ সালের নভেম্বরে পদত্যাগ করেছিলেন, তিনি আর ফেরেননি। তার স্থলাভিষিক্ত হয়েছেন বান্দুলা ডিসানায়েকে, যিনি নির্বাহী কমিটিতে একমাত্র নতুন মুখ। এর আগে কাপুওয়াট্টে অস্থায়ী সচিবের দায়িত্ব পালন করেছিলেন।
২০২৭ সালে সিলভার মেয়াদ শেষ হলে, তিনি মোট আট বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করবেন। এটি সম্ভব হয়েছে শ্রীলঙ্কার নতুন ক্রীড়া আইনের পরিবর্তনের কারণে, যা কর্মকর্তাদের দুই টানা চার বছরের মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালনের অনুমতি দেয়।
এবারের নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এসএলসির নতুন সংবিধান অনুযায়ী প্রথমবারের মতো ভোটিং সদস্যদের সংখ্যা ১৪৭ থেকে কমিয়ে ৬০ করা হয়েছে।