
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ১১:০৩ পিএম
ঈদের দিনেও ফিলিস্তিনকে ভুললেন না হামজা-খাজারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৩:২০ পিএম

আরও পড়ুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্রীড়াবিদরা শুভেচ্ছা জানাচ্ছেন তাদের ভক্তদের। তবে সব তারকার শুভেচ্ছা আর উদযাপনের মাঝে এক বিন্দুতে এসে মিলে গেল বাংলাদেশের হামজা চৌধুরী আর অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজার উদযাপন। এই উৎসবের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা অনুভূতি প্রকাশ করেছেন। তবে তাদের এক বিন্দুতে মিলিয়ে দিয়েছে ফিলিস্তিন। ঈদের দিনেও ফিলিস্তিনিদের সংগ্রামকে ভোলেননি হামজা, খাজারা।
খাজা একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি লিখেছেন, ‘আমি যা কিছু পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। আমরা সবচেয়ে সুন্দর ও নিরাপদ দেশে বাস করছি।’
৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান, যিনি ১৪৪টি টেস্ট ইনিংসে ৫,৯৩০ রান করেছেন, বরাবরই ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। ঈদের বার্তায়ও তিনি যেন বিশ্বের সংঘাতপূর্ণ এলাকার মানুষের কষ্টের প্রতি ইঙ্গিত করেছেন।
‘যারা এতটা সৌভাগ্যবান নন, তাদের জন্য আমার চিন্তা ও প্রার্থনা রইল’—খাজার এই বক্তব্য তার মানবিকতার প্রকাশ, যা সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে।

এদিকে হামজা এত কথা লেখেননি তার ঈদের পোস্টে। তিনি স্রেফ জোব্বা পরিহিত একটা ছবি দিয়েছেন, সঙ্গে জুড়ে দিয়েছেন তার ব্রেসলেটের ছবি, সেখানে ফুটে উঠেছে ফিলিস্তিনের মানচিত্রের আকারের একটা ছোট্ট পতাকা। এভাবেই ঈদের দিনেও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন হামজা আর খাজা।