
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ১১:০৩ পিএম
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে বুমরাহকে স্কুপে ছক্কা মারা সেই কনস্টাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০১:১৪ পিএম

ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার ২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে নতুন কিছু নাম ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছেন তরুণ ওপেনার স্যাম কনস্টাস। এই মৌসুমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ অন্তর্ভুক্ত রয়েছে।
মাত্র ১৯ বছর বয়সী কনস্টাস মেলবোর্নের বক্সিং ডে টেস্টে ভারতের বিপক্ষে অভিষেকে আলোড়ন তুলেছিলেন। তিনি জসপ্রিত বুমরাহর বিপক্ষে সাহসী ব্যাটিং করে ৬৫ বলে ৬০ রান করেন, যেখানে ছিল ছয়টি চার ও দুটি ছয়।
নতুন কেন্দ্রীয় চুক্তিতে মোট ২৩ জন খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছেন। নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেন, ‘স্যামের মধ্যে আমরা সম্ভাবনাময় একজন তরুণ প্রতিভা দেখতে পাচ্ছি, যিনি প্রথম শ্রেণির ক্রিকেট এবং আন্তর্জাতিক পর্যায়ে আরও উন্নতি করবেন।’
এই তালিকায় আরেক নতুন নাম হল বাঁহাতি স্পিনার ম্যাথু কুহনেমান। তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ টেস্ট সিরিজ জয়ে ১৬ উইকেট নিয়ে সিরিজসেরা হন।
তবে পরে তার বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট করা হয়। কিন্তু ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষা দেওয়ার পর তাকে নির্দোষ ঘোষণা করা হয়।
বেইলি বলেন, ‘ম্যাথ আবারও শ্রীলঙ্কায় অসাধারণ পারফরম্যান্স করেছে এবং আমরা মনে করি আগামী ১৮ মাসে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’
অলরাউন্ডার বো ওয়েবস্টার, যিনি সিডনিতে ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে ৫৭ রান করেন এবং দ্বিতীয় ইনিংসে জয়সূচক রানটি করেন, তাকেও তালিকায় রাখা হয়েছে।
৩১ বছর বয়সী ওয়েবস্টার মিডিয়াম ফাস্ট কিংবা অফ স্পিন বল করতে পারেন। বেইলি বলেন, ‘বো ব্যাট এবং বলে টেস্ট ক্রিকেটে স্বাচ্ছন্দ্যে খেলেছে, পাশাপাশি ফিল্ডিংয়ে অতিরিক্ত মাত্রা যোগ করেছে এবং দলের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখেছে।’
অস্ট্রেলিয়া জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে, এরপর ওয়েস্ট ইন্ডিজে তিনটি টেস্ট খেলবে। নভেম্বরে পার্থে শুরু হবে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ।
ক্রিকেট অস্ট্রেলিয়া ২০২৫-২৬ মেয়াদে চুক্তিবদ্ধ খেলোয়াড়:
জেভিয়ার বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাথু কুহনেম্যান, মার্নাস লাবুশানে, নাথান লিয়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার, অ্যাডাম জ্যাম্পা।