
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ১১:০৩ পিএম
যে কারণে শাদাবকে অধিনায়ক করেনি পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১২:১৪ পিএম

পাকিস্তান দলের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শাদাব খানের নাম প্রাথমিকভাবে বিবেচনা করা হয়েছিল, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেই প্রস্তাব নাকচ করে দেয়। পরিবর্তে, টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে সালমান আলি আগাকে অধিনায়ক করা হয়।
নিউজিল্যান্ড সফরের আগে পিসিবি পাঁচজন মেন্টরের সঙ্গে পরামর্শ করে। মেন্টরদের মধ্যে ছিলেন সরফরাজ আহমেদ, সাকলায়েন মুশতাক, ওয়াকার ইউনুস, মিসবাহ-উল-হক এবং শোয়েব মালিক। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের বাজে পারফরম্যান্সের পর মেন্টরদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে তারা জানান, দল নির্বাচনের ক্ষেত্রে তাদের পরামর্শ নেওয়া হয়নি।
শাদাব খানের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও, নিয়মিত দলে জায়গা না পাওয়ার কারণে পিসিবি তাকে অধিনায়ক বানাতে চায়নি। সালমান আলি আগাকে অধিনায়ক করা হলেও, শাদাবকে সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ১-৪ ব্যবধানে সিরিজ হারে। একমাত্র জয় আসে তৃতীয় ম্যাচে, যেখানে হাসান নওয়াজ সেঞ্চুরি করেন। সালমান আলি আগা পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১৬৭ রান করেন, গড়ে ৪১.৭৫। শাদাব খান পাঁচ ম্যাচে মাত্র ৫৮ রান করেন এবং এক উইকেট নেন, যেখানে তার বোলিং গড় ছিল ১৪৩।
প্রথম ওয়ানডেতে উসমান খান ওপেনিংয়ে নেমে ৩৯ রান করেন এবং আবদুল্লাহ শফিকের সঙ্গে ৮৩ রানের জুটি গড়েন। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত ম্যাচের আগে পিসিবির এক কর্মকর্তা অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও কোচ আকিব জাভেদকে পরামর্শ দেন, ফখর জামান ইনজুরিতে থাকায় উসমান খানকে ওপেনিংয়ে পাঠানো হোক। উসমান সংযুক্ত আরব আমিরাতে প্রচুর ক্রিকেট খেলেছেন এবং ভারতের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারতেন। কিন্তু, দল তার বদলে ইমাম-উল-হককে পাঠায়, যিনি মাত্র ১০ রান করে আউট হন।
বর্তমানে পাকিস্তান দলে ওপেনিং জুটি নিয়ে সংকট রয়েছে। উসমান খান ইনজুরিতে পড়ায় নতুন জুটি খুঁজতে হবে দলকে।