
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ১১:০৩ পিএম
টেস্ট চ্যাম্পিয়নশিপের কাঠামো বদলে ফেলছে আইসিসি, সমর্থন উইলিয়ামসনের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১০:২০ এএম

আরও পড়ুন
নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নির্দিষ্ট সময়সূচি রাখার পক্ষে মত দিয়েছেন। তার মতে, এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি)কে আরও প্রতিযোগিতামূলক করতে পারে।
চলতি মাসে জিম্বাবুয়েতে আইসিসির ক্রিকেট কমিটির বৈঠকে ডব্লিউটিসির ফরম্যাট পরিবর্তনের বিষয়ে আলোচনা হবে। ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন বলেছেন, ‘একটি ন্যায়সঙ্গত ও উন্নত প্রতিযোগিতা’ গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
উইলিয়ামসন মনে করেন, বর্তমান ফরম্যাটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত বেশি ম্যাচ খেলতে পারে, যা অন্যান্য দলগুলোর জন্য ‘আদর্শ নয়’। তিনি বছরে চারটি নির্দিষ্ট ২১ দিনের আন্তর্জাতিক ক্রিকেটের সময় রাখার প্রস্তাব সমর্থন করেছেন।
তিনি বলেন, ‘আমি টেস্ট ক্রিকেটকে ভালোবাসি এবং এটি টিকে থাকুক চাই। দলগুলোর মধ্যে সমতা রাখতে নির্দিষ্ট সময় রাখলে প্রতিযোগিতা আরও ভারসাম্যপূর্ণ হবে।’
তিনি আরও বলেন, ‘টেস্ট ক্রিকেটে এখন প্রতিটি ম্যাচেই জয় পাওয়ার জন্য চেষ্টা করা হয়। প্রথমবারের চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য খুবই গর্বের বিষয় ছিল।’
দক্ষিণ আফ্রিকা মাত্র ১২টি ম্যাচ খেলে এবারের ফাইনালে উঠেছে। এটি নিয়ে সমালোচনা রয়েছে। উইলিয়ামসন বলেন, ‘প্রত্যেক দল তাদের সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে। তবে যদি সবার জন্য একই সুযোগ না থাকে, তাহলে সেটি আদর্শ নয়।’
তিনি মনে করেন, ওয়ানডে ক্রিকেটের গুরুত্ব কমছে। ‘ওয়ানডে বিশ্বকাপ এখনো সবচেয়ে বড় টুর্নামেন্ট, তবে এক সময়ের মতো সিরিজ আর নেই। এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যেতে হয়।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে ছোট দলগুলোর সমস্যা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ‘বড় দলগুলো পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারে। কিন্তু বাকিদের কী হবে? তরুণরা এখন আইপিএল বা অন্যান্য লিগের দিকে বেশি ঝুঁকছে।’
৩৪ বছর বয়সী উইলিয়ামসন নিউজিল্যান্ডের হয়ে ১৫ বছরের ক্যারিয়ারে ৩৫০-র বেশি ম্যাচ খেলেছেন। তবে তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে ভারসাম্য রাখতে চান।
তিনি বলেন, ‘বর্তমানে সবার জন্য উপযুক্ত সূচি নেই। খেলোয়াড়দের সিদ্ধান্ত নিতে হয়, যা আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে।’ তবে তিনি এখনো নিউজিল্যান্ডের হয়ে খেলার ব্যাপারে আগ্রহী বলে জানান।