Logo
Logo
×

ক্রিকেট

ফাইনালের টিকিট নিশ্চিতে নিউজিল্যান্ডের রানের রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৬:৫০ পিএম

ফাইনালের টিকিট নিশ্চিতে নিউজিল্যান্ডের রানের রেকর্ড

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রানের রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ফাইনালের টিকিট নিশ্চিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ ওভারে ৩৬০ রানের পাহাড় গড়েছে কিউইরা।

এর আগে চলতি আসরেই ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ৩৫৬ রান করেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৩৫১ রান করে ২০০৪ সালে নিউজিল্যান্ডের করা ৩৪৭ রানের রেকর্ড ভাঙ্গে ইংল্যান্ড। একই ম্যাচে ব্রিটিশদের রেকর্ড ভাঙে অস্ট্রেলিয়া। ১৩ দিনের ব্যবধানে অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে ২১ বছর পর নতুন রেকর্ড গড়ল নিউজিল্যান্ড।

গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪ উইকেটে হেরে ফাইনালের আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া। 

আজ বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করে রাচিন রবিন্দ্র ও সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে ৩৬০ রানের রেকর্ড গড়ে কিউইরা।

দলের হয়ে ১০১ বলে ১৩টি চার আর এক ছক্কার সাহায্যে ১০৮ রান করেন ওপেনার রাচিন রবিন্দ্র। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৯৪ বলে ১০টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০২ রান করেন কেন উইলিয়ামসন। 

প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৮ রানে উইলি ইয়াংয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ১৫৪ বলে ১৬৪ রানের জুটি গড়েন রাচিন রবিন্দ্র। ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম ম্যাচে পঞ্চম সেঞ্চুরি করে ফেরেন রাচিন। 

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা ড্যারেল মিচেলের সঙ্গে ৩৮ বলে ৩৯ রানের জুটি গড়ে ফেরেন  উইলিয়াসমন। সাজঘরে ফেরার আগে ১৭২তম ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি হাঁকান উইলিয়ামসন।

পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৪ রান করে কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে ফেরেন টম লাথাম। ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা গ্লেন ফিলিপসের সঙ্গে জুটিতে রীতিমতো তাণ্ডব চালান ড্যারেল মিচেল। তিনি ৩৭ বলে চারটি বাউন্ডারি আর এক ওভার বাউন্ডারিতে ৪৯ রান করে ফেরেন। ১২ বলে ১৬ রান করে ফেরেন মিচেল ব্রেসওয়েল।

ইনিংসের শেষ দিকে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলের রেকর্ড গড়তে অগ্রণী ভূমিকা রাখেন গ্লেন ফিলিপস। তিনি মাত্র ২৭ বলে ৬টি চার আর এক ছক্কার সাহায্যে ৪৯ রান করে অপরাজিত থাকেন। তার ব্যাটিং তাণ্ডবে ৬ উইকেটে ৩৬২ রানের বিশ্ব রেকর্ড গড়ে নিউজিল্যান্ড।   

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম