Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কে কার মুখোমুখি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১০:৪৭ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কে কার মুখোমুখি

ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব। এই ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে নাম লিখিয়েছে ভারত। আর টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের মুখ দেখা নিউজিল্যান্ড হয়েছে রানার্স আপ।

এদিকে গ্রুপ ‘বি’র হিসাব-নিকাশ আগেই শেষ হয়েছে। সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সে গ্রুপের রানার্স আপ অস্ট্রেলিয়া।

দুই সেমিফাইনালের মধ্যে প্রথমটিতে গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগামী ৪ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে এই ম্যাচ।

দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। ৫ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুপুর ৩টায় মাঠে গড়াবে এই সেমিফাইনাল।

দুই সেমিফাইনালের জয়ী দল আগামী ৯ মার্চ দুপুর ৩টায় চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালে মুখোমুখি হবে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম