Logo
Logo
×

খেলা

মুলতান টেস্টে বাংলাদেশের সঙ্গে প্রতারণা, ইনজামামকে দুষলেন রশিদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৭:১৪ পিএম

মুলতান টেস্টে বাংলাদেশের সঙ্গে প্রতারণা, ইনজামামকে দুষলেন রশিদ

২০০৩ সালে মুলতান টেস্ট বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম বড় এক আক্ষেপের নাম। সেই টেস্টে বিতর্কিত আম্পয়ারিংয়ের কারণে বাংলাদেশ হেরে যায় মাত্র ১ উইকেটে।

সেই ম্যাচে আম্পায়ারের চোখ ফাঁকি দিয়ে অলক কাপালির ক্যাচ নিয়েছিলেন পাকিস্তানের উইকেটকিপার রশিদ লতিফ। ২২ বছর পর সেই ঘটনার জন্য অনুশোচনা প্রকাশ করে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ও সেই সময়ের অধিনায়ক ইনজামাম-উল-হকের ওপর দায় চাপালেন রশিদ লতিফ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রশিদ লতিফ জানান, তিনি চেয়েছিলেন অলক কাপালিকে ফেরাতে, কিন্তু ইনজামামের সিদ্ধান্তে তা হয়নি। তিনি বলেন, ‘ক্যাচ নেওয়ার পর আমি ইনজামাম ভাইকে জিজ্ঞেস করেছিলাম, “আমরা কি তাকে ফিরিয়ে আনব? তিনি বলেছিলেন, “না, না, না।’

সেই ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৬১ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান ২০৫ রানে ৮ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। কিন্তু ইনজামামের সেঞ্চুরিতে ১ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিক পাকিস্তান। ম্যাচে একাধিক বিতর্কিত আম্পায়ারিং সিদ্ধান্ত, বিশেষ করে এলবিডব্লিউর কয়েকটি আবেদন নাকচ হওয়া নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল।

রশিদ স্বীকার করেছেন, ওই ক্যাচ ধরার ঘটনা তার ক্যারিয়ারের জন্যও কাল হয়েছিল। প্রতারণার দায়ে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর আর কখনো টেস্ট ক্রিকেটে ফিরতে পারেননি তিনি। নিজের ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার পেছনেও ইনজামামের ভূমিকার ইঙ্গিত দেন রশিদ, ‘এরপর আমি পাঁচ ম্যাচ নিষিদ্ধ হলাম, ফিরে মাত্র পাঁচটি ওয়ানডে খেলেছি। ইনজামাম তখন অধিনায়ক হয়ে গেল, আর আমার ক্যারিয়ার শেষ হয়ে গেল।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম