Logo
Logo
×

খেলা

‘ছোট থেকেই কোহলি আমার হিরো’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৪:১৭ পিএম

‘ছোট থেকেই কোহলি আমার হিরো’

ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির ভূঁয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। 

ইনস্টাগ্রামে বিরাট কোহলির সঙ্গে নিজের ছবি পোস্ট করে পাকিস্তানের স্পিনার লিখেন- নিজের ছোটবেলার নায়ককে বোলিং করলাম, মাঠের ভিতরে এবং বাইরে বিরাট সত্যিকারের অনুপ্রেরণা।

গত রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। সেই ম্যাচে বিরাট কোহলির ওয়ানডে ক্রিকেটের রেকর্ড ৫১তম সেঞ্চুরিতে হেসেখেলে জয় পায় ভারত।  সেই জয়ে ভারত চলে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আর বাদ পড়ে যায় পাকিস্তান। 

সেই ম্যাচের পর ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির প্রতি সম্মান জানিয়ে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ লিখেন- ‘নিজের ছোটবেলার নায়ককে বোলিং করলাম, ওনার থেকে প্রশংসিত হয়ে খুবই কৃতজ্ঞ।  উনি যত বড় ক্রিকেটার, তত বড় মনের মানুষ। মাঠের ভিতরে এবং বাইরে বিরাট সত্যিকারের ইনস্পিরেশন’।

ভারতের বিপক্ষে সেই ম্যাচে আবরার আহমেদ বেশ ভালো বোলিং করেছিলেন। ২৮ রান দিয়ে নিয়েছিলেন ভারতীয় ওপেনার শুভমন গিলের গুরুত্বপূর্ণ উইকেট।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম