Logo
Logo
×

খেলা

ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম

ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা

ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা ঘটল ওমানে। শনিবার আরব আমিরাতে বিশ্বকাপের লিগ টু-এর একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু যানজটের কারণে সেই ম্যাচ সময় মতো শুরু করা যায়নি।

এমন অদ্ভূত ঘটনার সাক্ষী থাকল মার্কিন যুক্তরাষ্ট্র বনাম নামিবিয়া। যানজটের কারণে দুই দল নির্ধারিত সময়ে ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে পৌঁছাতে পারেনি। যে কারণে ৪৩ ওভার করে ম্যাচ খেলার সিদ্ধান্ত হয়।

সেদিন ওমানের রাজধানি মুস্কাটে একাধিক রাস্তা বন্ধ ছিল। যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টুইটারে জানানো হয় ম্যাচ শুরু হতে বিলম্ব হয়েছে। 

যুক্তরাষ্ট্রের সাংবাদিক পিটার ডেরা জানান, ওমানের রাস্তায় সেই সময় একটি রেস বা দৌড় প্রতিযোগিতা চলছিল। সেই কারণে শহরের সব রাস্তায় বিশাল যানজট তৈরি হয়, কারণ বেশ কয়েকটি রাস্তাই সেই সময় বন্ধ রাখা হয়েছিল। তাই সহজে গাড়ি চলাচল করা যাচ্ছিল না, সেই কারণেই দুই দলেরই টিম বাস আটকে যায়। ফলে মাঠে পৌঁছাতে দেরি হয়।

সেই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে যুক্তরাষ্ট্র। দলের হয়ে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল (৬৫), মিলিন্দ কুমার (৫৪) ও আন্দ্রিস গৌস (৭৬) অর্ধশতরান করেন। 

টার্গেট তাড়া করতে নেমে ৪০.৩ ওভারে মাত্র ১৭৯ রানেই অলআউট হয় নামিবিয়া। ১১৪ রানে ম্যাচ জিতে নেয় যুক্তরাষ্ট্র। ব্যাট হাতে ৫৪ রান করার পাশাপাশি বল হাতে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার মিলিন্দ কুমার। এই জয়ে ১৮ পয়েন্টে পৌঁছে গেল যুক্তরাষ্ট্র। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম