Logo
Logo
×

খেলা

কোহলিকে পেছনে ফেলে একাধিক মাইলফলকের সামনে বাবর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪১ পিএম

কোহলিকে পেছনে ফেলে একাধিক মাইলফলকের সামনে বাবর

ছবি: সংগৃহীত

সময়ের সেরা ব্যাটারদের একজন বাবর আজম। প্রায়শই তাকে তুলনা করা হয় ভারতীয় তারকা বিরাট কোহলির সঙ্গে। বেশ কিছু জায়গায় কোহলিকে ছাড়িয়ে গেছেন বাবর। এবার আরও বেশ কিছু জায়গায় সেরা হওয়ার পথে পাকিস্তানের এই তারকা।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চলমান ত্রিদেশীয় সিরিজে বাবর রয়েছেন একাধিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও এখনও সুযোগ আছে বাবরের সামনে।

ওয়ানডেতে ৯৭ ইনিংসে দ্রুততম ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করা বাবর এখন দ্রুততম ৬ হাজার রানের মাইলফলক গড়ার পথে। সেটি করতে আর মাত্র ৩৩ রান দূরে তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৩ রান দূরে ছিলেন। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি বাবর ১০ রানে সাজঘরে ফিরলে। তবে পরের ম্যাচেও সেই সুযোগ থাকছে তার সামনে।

কেননা, দ্রুততম ৬ হাজার ওয়ানডে রান করা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার হাশিম আমলা এই রেকর্ড গড়তে ব্যাট করেছিলেন ১২৩ ইনিংস। সে হিসেবে বাবরের সামনে আরও একটি ইনিংস আছে আমলাকে ছাড়িয়ে যেতে। বাবর এখন পর্যন্ত ১২১ ইনিংস ব্যাট করে রান করেছেন ৫৯৬৭।


দ্রুততম ৬০০০ ওয়ানডে রান:

হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা): ১২৩ ইনিংস  

বিরাট কোহলি (ভারত): ১৩৬ ইনিংস  

কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড): ১৩৯ ইনিংস  

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ১৩৯ ইনিংস  

শিখর ধাওয়ান (ভারত): ১৪০ ইনিংস

শুধু ৬ হাজার রানের মাইলফলকই নয় পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডের সামনেও বাবর। এই ফরম্যাটে বাবরের সেঞ্চুরি সংখ্যা ১৯টি। এর চেয়ে বেশি ২০ সেঞ্চুরি আছে সাবেক কিংবদন্তি সাঈদ আনোয়ারের।


পাকিস্তানের হয়ে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরি:

সাইদ আনোয়ার: ২০টি সেঞ্চুরি  

বাবর আজম: ১৯টি সেঞ্চুরি  

মোহাম্মদ ইউসুফ: ১৫টি সেঞ্চুরি  

ফখর জামান: ১১টি সেঞ্চুরি  

মোহাম্মদ হাফিজ: ১১টি সেঞ্চুরি 

বাবর যদি পরের ম্যাচেই সেঞ্চুরি হাঁকান তরে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হয়ে এই ল্যান্ডমার্কে পৌঁছাবেন তিনি।


দ্রুততম ২০টি ওডিআই সেঞ্চুরি:

হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা): ১০৮ ইনিংস  

বিরাট কোহলি (ভারত): ১৩৩ ইনিংস  

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ১৪২ ইনিংস  

কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা): ১৫০ ইনিংস  

এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা): ১৭৫ ইনিংস

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম