Logo
Logo
×

খেলা

ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশে আছেন যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ পিএম

ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশে আছেন যারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সদ্য শেষ হওয়া ১১তম আসরে চিটাগংকে হারিয়ে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। 

৪৬ ম্যাচের এই আসর শেষে সেরা ১১ জনকে বেছে নিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। এক নজরে দেখে নেয়া যাক কারা আছেন সেই ১১ জনের তালিকায়।

ক্রিকইনফোর একাদশে তামিম ইকবাল এবং মোহাম্মদ নাইমের ওপেনিং জুটি বেছে নেওয়া হয়েছে। নাইম করেছেন আসরের সর্বোচ্চ ৫১১ রান। আর তামিমের ব্যাট থেকে এসেছে ৪১৩ রান। ওয়ানডাউনে থাকা জাকিরের ব্যাটে ছিল ৩৮৬ রান।  

গ্রাহাম ক্লার্ক বিপিএলের তৃতীয় সর্বোচ্চ ৪৩১ রান করেছেন। চিটাগাংয়ের সাফল্যের বড় এক ভূমিকা রেখেছেন তিনিই। ফাইনালে ক্র্যাম্প নিয়েও যেভাবে ব্যাট করেছেন, তা প্রশংসার দাবি রাখে। চারে তাকে রাখা হয়েছে। আর খুলনার উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন আছেন এরপরেই। চলতি আসরে উদীয়মান এই ক্রিকেটারের বিধ্বংসী সব ইনিংস ছিল দর্শকদের বিনোদনের বাড়তি খোরাক। 

পাকিস্তানি অলরাউন্ডার খুশদীল শাহ জায়গা পেয়েছেন একাদশে। খুশদীল ২৯৮ রান করার পাশাপাশি ১৭ উইকেট নিয়েছেন। দারুণ পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। টুর্নামেন্টের শেষভাগে তার অনুপস্থিতি ভুগিয়েছে রংপুর রাইডার্সকে। 

বরিশালের হয়ে পুরো আসর খেলতে পারেননি। তবে বল হাতে ২০ উইকেট নিয়ে চ্যাম্পিয়নদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশই হয়ে ছিলেন ফাহিম আশরাফ। তাকে রাখা হয়েছে স্বদেশী খুশদিলের পরেই। 

বোলিং আক্রমণে এরই পরে আছেন চিটাগাং কিংসের দুজন। একজন রহস্য স্পিনার আলিস আল ইসলাম, যিনি ১৫ উইকেট নিয়েছেন। আর তারপরেই আছেন খালেদ আহমেদ। তার উইকেটের সংখ্যা ২০। এছাড়া আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তাসকিন আহমেদ এবং রংপুরের বিদেশি তারকা আকিফ জাভেদ জায়গা করে নিয়েছেন সেরার একাদশে। 

ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, জাকির হাসান, গ্রাহাম ক্লার্ক, খুশদীল শাহ, মাহিদুল অঙ্কন (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, আলিস ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আকিফ জাভেদ।

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম