Logo
Logo
×

খেলা

বাবর-রিজওয়ান-আফ্রিদিদের পতন, ৬৯ ধাপ এগোলেন তিলক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০২:০৫ পিএম

বাবর-রিজওয়ান-আফ্রিদিদের পতন, ৬৯ ধাপ এগোলেন তিলক

সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ব্যাক দু ব্যাক সেঞ্চুরি হাঁকানোর সুখবর পেয়েছেন তিলক ভার্মা। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন এই ব্যাটার। এক লাফে ৬৯ ধাপ এগিয়ে তার বর্তমান অবস্থান তালিকার ৩ নম্বরে। অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টিতে সিরিজ হেরে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির।

তিলকের উন্নতিতে এক ধাপ করে নিচে নেমে গেছেন বাবর ও রিজওয়ান। তাদের বর্তমান অবস্থান এখন ৫ ও ৬ নম্বরে। এ তালিকায় সবার ওপরে অবস্থান অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেডের। তালিকার দুই নম্বরে অবস্থান ফিল সল্টের।

এ তালিকায় বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার ওপরে রয়েছেন তাওহিদ হৃদয়। এক ধাপ নিচে নেমে এ ব্যাটারের অবস্থান ২৫ নম্বরে।

বোলারদের তালিকায় অবনতি হয়েছে পাকিস্তানের তারকা পেসার আফ্রিদির। ১০ ধাপ নিচে নেমে আফ্রিদির বর্তমান অবস্থান এখন ২৪ নম্বরে। অবশ্য আফ্রিদির খারাপ সময়ে র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন হারিস রউফ। ৪ ধাপ এগিয়ে রউফের অবস্থান এখন ২০ নম্বরে।

এ তালিকায় সবর ওপরে ইংলিশ স্পিনার আদিল রশিদ। ৫ ধাপ এগিয়ে স্পিনার অ্যাডাম জাম্পার অবস্থান ৩ নম্বরে। অন্যদিকে সবার ওপরে থাকা বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান দুই ধাপ পিছিয়ে বর্তমানে ১৮ নম্বরে অবস্থান করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম