অধিনায়কের সঙ্গে রাগ করে মাঠ ছেড়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১০:৪৭ এএম
ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়ের ম্যাচ ছাপিয়ে আলোচনায় এসে ছিলেন পেসার আলজারি জোসেফ। ম্যাচে অধিনায়ক শাই হোপের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় মাঠেই তর্কে জড়াতে দেখা যায় তাকে। পরে রাগ করে মাঠও ছাড়েন এই ২৭ বছর বয়সী পেসার। এ ঘটনায় তাকে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) বলছে, ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জোসেফের আচরণ বোর্ডের পেশাদারি মানের সঙ্গে যায় না। ঘটনার জন্য জোসেফ দলের অধিনায়ক শাই হোপ ও টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমাও চেয়েছেন। অবশ্য ক্ষমা চাইলেও তাকে শাস্তি দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ঘটনা, সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিংয়ের সময়। এসময় একাধিকবার মাঠ ছেড়ে বেরিয়ে যান জোসেফ। প্রথমবার বেরিয়ে যান ইনিংসের চতুর্থ ওভারের শেষে। ওই ওভারটি জোসেফই করেন। প্রথমে অধিনায়ক হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে। এরপর ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডের জর্ডান কক্সকে আউট করে দলের সঙ্গে উদযাপন না করে বোলিং প্রান্তে চলে যান। একপর্যায়ে ওভার শেষ হলে অধিনায়কের সঙ্গে কথা না বলে মাঠ থেকেই বেরিয়ে যান।
এ সময় মাঠের বাইরে থাকা কোচ ড্যারেন স্যামি তাকে বোঝানোর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। জোসেফ মাঠে ঢোকেন ইনিংসের ষষ্ঠ ওভারে। মাঝে পঞ্চম ওভারে ১০ জন নিয়েই ফিল্ডিং করে ওয়েস্ট ইন্ডিজ। এখানেই শেষ নয়। ১২তম ওভারে তার হাতে আবার বল তুলে দেওয়া হয়। এ সময় তার বলে দুটি মিসফিল্ডিং ও ওভারথ্রোতে ইংল্যান্ড দুটি রান করলে আবার উঠে যান তিনি। পরে আবারও ফিরে আরও দুই দফা মিলিয়ে ম্যাচে ১০ ওভার বোলিংয়ের কোটা পূরণ করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ দলটির কোচ ড্যারেন স্যামি। ম্যাচ শেষে জোসেফের আচরণ নিয়ে তিনি জানান, ‘যে সংস্কৃতি আমরা দলের ভেতর তৈরি করতে চাই, সে দিক থেকে এটা অগ্রহণযোগ্য। আমাদের এ নিয়ে কথা বলতে হবে।’ স্যামির এমন কথার পর এবার শাস্তি পেল জোসেফ।
জোসেফের শাস্তির বিষয় নিয়ে এক বিবৃতিতে বোর্ডের পক্ষ থেকে সিডব্লুআইয়ের ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকোমবে বলেন, ‘আলজারির আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মৌলিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ধরনের আচরণ উপেক্ষা করা যায় না। ঘটনার তীব্রতা আমলে আমাদের সুস্পষ্ট ব্যবস্থা নিতে হয়েছে।’
বিবৃতিতে জোসেফের পক্ষ থেকে আরও বলা হয়েছ, ‘আমি ব্যক্তিগতভাবে অধিনায়ক শাই হোপ, আমার সতীর্থ ও ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি ওয়েস্ট ইন্ডিজ ভক্তদের কাছেও। আমি বুঝতে পারছি, বিবেচনাবোধের ছোট্ট একটা বিচ্যুতিও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। হতাশার কারণ হয়ে আমি গভীরভাবে অনুতপ্ত।’