আফগান তরুণ তুর্কি গজনফর জানালেন তার স্বপ্নপূরণের কথা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০১:৪৭ পিএম
আফগান তরুণ ক্রিকেটার আল্লাহ গজনফর। ছবি: সংগৃহীত
যে ম্যাচ বাংলাদেশের অনায়াসে জেতার কথা, সেই ম্যাচ জিতল আফগানিস্তান। সত্যিই সেলুকাস! আর সেটি সম্ভব করেছেন আফগান তরুণ তুর্কি আল্লাহ গজনফর।
গতকাল শারজায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে গজনফর নিয়েছেন ২৬ রানে ৬ উইকেট। তার বয়স সবেমাত্র ১৮ বছর। অভিজ্ঞতা বলতে— চলতি বছরের মার্চে অভিষেক হওয়া গজনফর এর আগে আফগানিস্তানের হয়ে ম্যাচ খেলেছেন ৫টি, উইকেট নিয়েছেন ৪টি। এটি তার ষষ্ঠতম ম্যাচ ছিল।
বাংলাদেশের বিপক্ষে যা দেখালেন, তা ইতোমধ্যে সবাই জেনে গেছেন। কিন্তু তারপরও আরেকবার দেখে নেওয়া যাক এ আফগান তুর্কির ভেলকি—
যেভাবে বাংলার ‘নামিদামি’ ব্যাটসম্যানরা ছেলেটির সামনে মুখ থুবড়ে পড়লেন, তাতে করে বাংলাদেশের নির্বাচকদের নতুন করে ভাবা উচিত। কারণ গজনফর নিজের ষষ্ঠ ম্যাচে এসে স্বপ্নপূরণ করেছেন। আর সেই স্বপ্নপূরণে আফগানিস্তানের ‘নতুন মুজিব’ কৃতিত্ব দিলেন তার দুই সতীর্থ তারকা ক্রিকেটার রশিদ খান ও মোহাম্মদ নবী।
শারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুটা ছিল ওপেনার তানজিদ হাসানকে ফেরানোর মধ্য দিয়ে। প্রথম স্পেলে ওই একটি সাফল্য গজনফরের। এরপর ফিরলেন দ্বিতীয় স্পেলে রুদ্রমূর্তি ধারণ করেন। বাংলাদেশের শেষ সাত উইকেটের মধ্যে পাঁচটিই নিলেন তিনি। ৩৩তম ওভারেই ফিরিয়েছেন মুশফিকুর রহিম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদকে। আর রিশাদ ও তাসকিন পরপর দুই বলে আউট হয়েছেন। প্রথম ৫ বা এর চেয়ে বেশি উইকেট নেওয়া একজন বোলারের স্বপ্ন থাকে।
আর ম্যাচশেষে গজনফর তার সেই স্বপ্নপূরণের কথা বললেন— প্রথম স্পেলে যখন বোলিং করতে আসি, তখন ছন্দ ভালোই ছিল। এক উইকেট পাই। কিন্তু ওই উইকেট পাওয়ার পর ভালো বোলিং করতে পারিনি। এরপর দ্বিতীয় স্পেলে শক্তিশালী হয়ে ফেরার কথা চিন্তা করি এবং আমি তা পেরেছি। চেষ্টা করেছি দলের জয় আনতে— পেরেছি। তিনি বলেন, দলের হয়ে ৫-৬ উইকেট নেওয়া যে কোনো বোলারের একটা স্বপ্ন। আমারও সেই স্বপ্ন ছিল, যেটি আজ পূরণ হয়েছে।