Logo
Logo
×

ক্রিকেট

‘এক দুই দিনে বিশ্ব সেরা অলরাউন্ডার হওয়া সম্ভব না’

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম

‘এক দুই দিনে বিশ্ব সেরা অলরাউন্ডার হওয়া সম্ভব না’

মেহেদি হাসান মিরাজ

সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেহেদি হাসান মিরাজ। তার ব্যাটে বলের নৈপুণ্যে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ (২-০) করেছে বাংলাদেশ দল। ঐতিহাসিক এই সিরিজ জয়ে বল হাতে ১০ উইকেট আর ব্যাট হাতে ১৫৫ রান করে সিরিজ সেরা হন মিরাজ।

পাকিস্তান সফর শেষে এখন ভারত সফরে যাওয়ার পালা। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ভারত সফরে যাওয়ার আগে সোমবার দলের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অফ স্পিনিং অলরাউন্ডার মিরাজ। 

তিনি জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার হতে হলে লম্বা সময় ধরে ভালো খেলতে হবে। মিরাজ বলেন, ‘এক দুই দিনে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া সম্ভব না। লম্বা সময় ভালো খেলতে হবে। যদি আমি লম্বা সময় ধরে ভালো খেলতে পারি তাহলে বিশ্বসেরা অলরাউন্ডার হতে পারব।’

তিনি আরও বলেন, ‘একটা দলে যদি দুইটা অলরাউন্ডার খেলে, দলের জন্য অনেক সুবিধা থাকে। যেহেতু আমার ব্যাটিং ভালো হচ্ছে। শুরুতে আমার ব্যাটিং এতটা ভালো ছিলো না, দল এতটা পায়নি আমি বোলার হিসেবেই খেলেছি। যেহেতু এখন আমি নিজে অবদান রাখতে পারছি ভালো লাগছে। অবশ্যই অনুশীলন করতে হবে।’

মিরাজ জানালেন, '‘কটা দলে যদি অলরাউন্ডার থাকে আগেও বলেছি দলের জন্য বাড়তি সুবিধা। যেহেতু সাকিব ভাই আর আমি দুজনেই খেলছি। আমরা দুজনেই ব্যাটিং, বোলিং করছি। বিশ্ব ক্রিকেটে এক সময় খেলাটা ছাড়তে হয়। প্রত্যেকটা দলেই কিন্তু এরকম বিকল্প তৈরি হয়। সাকিব ভাই যখন থাকবে না তখন আমার ভূমিকাটা আরও গুরুত্বপূর্ণ হবে দলের জন্য।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম