Logo
Logo
×

ক্রিকেট

অশ্বিনকে চিন্তা করতে না বলে পিসিবিকে ব্যঙ্গ করলেন শেহজাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৩ পিএম

অশ্বিনকে চিন্তা করতে না বলে পিসিবিকে ব্যঙ্গ করলেন শেহজাদ

আহমেদ শেহজাদ

ভয়াবহ দুঃসময় পার করছে পাকিস্তান ক্রিকেট দল। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব পেরোতে পারেনি দলটি। এবার নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ধবলধোলাইয়ের শিকার হতে হয়েছে বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিদের। 

এমন পরিস্থিতিতে কঠোর সমালোচনার শিকার হতে হচ্ছে পাকিস্তান দলকে। পাকিস্তানের এমন অবস্থা দেখে ইউটিউব চ্যানেলে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যার জবাবেই এবার অশ্বিনকে চিন্তিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার আহমেদ শেহজাদ। সেই সঙ্গে পিসিবিকে তুলাধোনা করেছেন এ ক্রিকেটার।

বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়ায় অশ্বিন পাকিস্তান দল নিয়ে বলেছিলেন— পাকিস্তান ক্রিকেট দলের অবস্থান এখন কোথায়, এটি ১০ বছর আগেও সম্ভব ছিল না। মিসবাহ, ইউনিস খানের সময়ে, এমনকি তারা যখন ইউএইতে খেলত, তখনো পাকিস্তানকে হারানো খুব কঠিন ছিল, তাই না?’

যার প্রতিক্রিয়া জানাতে গিয়ে পিসিবিকে রীতিমতো একহাত নিয়েছেন শেহজাদ। পিসিবিকে ব্যঙ্গ করে শেহজাদ বলেন, ‘আপনি অবাক কেন, অশ্বিন? চিন্তা করবেন না, এখানে সব কিছু ঠিক আছে। আপনি কি দেখতে পাচ্ছেন না যে এখানে স্টেডিয়াম তৈরি হচ্ছে? ক্রমাগত খনন করা হচ্ছে। মোটেও অবাক হবেন না।’

শেহজাদ আরও বলেন, ‘আপনি কি দেখতে পাচ্ছেন না পাকিস্তান একটি কাপ আয়োজন করছে? শুধু অপেক্ষা করুন এবং এই টুর্নামেন্ট থেকে আসা খেলোয়াড়দের সংখ্যা দেখুন। আমরা কীভাবে ফাস্ট বোলারদের পাই এবং খেলোয়াড় তৈরি করি। আপনি কি এটি দেখছেন না? কেন আপনি অবাক হচ্ছেন, রবি?’

শেহজাদ আরও বলেন, ‘আমরা যদি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করতে না পারি, তাহলে কি হবে? কি হবে যদি দলের বর্তমান খেলোয়াড়রা পারফর্ম না করে? এটা বড় সমস্যা নয় রবি, তাই চিন্তা করবেন না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম