Logo
Logo
×

ক্রিকেট

অবসর ভেঙে আর্মি ক্যাম্পে আমির-ওয়াসিম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০৭:০১ পিএম

অবসর ভেঙে আর্মি ক্যাম্পে আমির-ওয়াসিম

প্রায়ই শোনা যায় পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস সমস্যার কথা। ভারত বিশ্বকাপেও যা চোখে পড়েছে বেশ ভালোভাবেই।  পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় গঠিত অ্যাবোটাবাদের কাকুল ট্রেনিং ক্যাম্পে ২৯ ক্রিকেটারকে নিয়ে প্রশিক্ষণ আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই দলের সঙ্গে যোগ দেবেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে আর্মি ট্রেনিং; চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

পিসিবি জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অনুশীলন ক্যাম্প ৮ এপ্রিল পর্যন্ত চলবে। খেলোয়াড়দের শারীরিক ও মানসিক শক্তি বাড়ানোর লক্ষ্যে কাজ করা হবে প্রশিক্ষণ ক্যাম্পে। ক্যাম্পে থাকাকালীন অভিজ্ঞ ট্রেনার এবং কোচরা খেলোয়াড়দের ফিটনেস লেভেল, নেতৃত্বের কৌশলগত চিন্তাভাবনা এবং মাঠে সামগ্রিক পারফরম্যান্স বাড়ানোর প্রশিক্ষণ ব্যবস্থা তদারকি করবেন। ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেস দেখেই দল গঠন করা হবে।

বোর্ড সাত সদস্যের সমন্বয়ে একটি পুনর্গঠিত জাতীয় নির্বাচক কমিটি ঘোষণা করার একদিন পরে এ ঘোষণাটি আসে। নির্বাচক কমিটিতে রয়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ, ওয়াহাব রিয়াজ, আব্দুল রাজ্জাক ও আসাদ শফিক, প্রধান কোচ, অধিনায়ক ও বিশ্লেষক আছেন নির্বাচক প্যানেলে।

ফিটনেস ক্যাম্পের ক্রিকেটাররা: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, সাহিবজাদা ফারহান, হাসিবুল্লাহ, সৌদ শাকিল, উসমান খান, মোহাম্মদ হারিস, সালমান আলী আগা, আজম খান, ইফতিখার আহমেদ, ইরফান খান নিয়াজি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, উসামা মীর, মোহাম্মদ নওয়াজ, মেহরান মুমতাজ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আলী, জামান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আমির জামাল, হারিস রউফ ও মোহাম্মদ আমির।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম