Logo
Logo
×

ক্রিকেট

খুবই সারপ্রাইজিং একটা ঘোষণা এসেছে বিসিবি থেকে: সুজন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৭ পিএম

খুবই সারপ্রাইজিং একটা ঘোষণা এসেছে বিসিবি থেকে: সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর নিয়োগের ব্যাপারে কিছুই জানতেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন; যা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সুজন। 

মঙ্গলবার এমএ আজিজ স্টেডিয়ামে সুজনের বিপিএল দল দুর্দান্ত ঢাকার অনুশীলনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। 

প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুকে বেছে নেওয়াকে তিনি কিভাবে দেখছেন, এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘লিপু ভাইয়ের ক্রিকেট মেধা অনেক। তিনি অনেক সিনিয়র, অনেক দিন ধরে বাংলাদেশের ক্রিকেট ফলো করছেন। জাতীয় দলের অধিনায়ক ছিলেন। ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন। ওনার বিচক্ষণতা নিয়ে কোনো প্রশ্নই থাকতে পারে না। অবশ্যই আমি মনে করি, উনি আসাতে অনেক ভালো হতেই পারে।’

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক প্রধান নির্বাচক হওয়ায় সুজন একটু অবাকও হয়েছেন জানিয়ে বলেন, ‘তবে আমি ওনার নামই শুনিনি আগে- যে নির্বাচক হতে পারেন।’

তিনি বলেন, খুবই সারপ্রাইজিং একটা ঘোষণা এসেছে বিসিবি থেকে। আমি সেখানে ছিলাম না, তাই আসলে বলতে পারব না।

সুজন আরও বলেন, ‘আমি তো সেটা ক্লিয়ার করলাম, আমি জানি না কিছু। অবশ্যই (শকিং) আমি ক্রিকেট অপারেশনসের ভাইস চেয়ারম্যান, আমি জানিই না যে নির্বাচক নিচ্ছে- কে হচ্ছে। খুবই বিস্ময়কর যে আমি জানব না। আমার আসলে এই প্রতিষ্ঠানে থেকে প্রয়োজনটা কী সেটাও জানি না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম