নির্বাচন শেষে আবারো তামিমের সঙ্গে বসব: পাপন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সোমবার একান্ত বৈঠক করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
একান্তে আলোচনা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। তামিমের সঙ্গে কী কথা হয়েছে, সে ব্যাপারে জানান তিনি।
পাপন বলেন, ‘তামিম দুই-তিন দিন আগে থেকেই বলছিল ও আসবে। সে বলেছিল, আপনি অনেক কিছু জানেন না, সেগুলো আপনাকে বলতে চাই। আজকেও যে সে সব বলেছে, তা না। সময় খুব অল্প, সুযোগ ছিল না। তামিমকে আমি বলেছি, তুমি তো জানো আমি আর আগের মতো তোমাদের সঙ্গে নাই। তারপরও সে কিছু কথা বলেছে। এমন একটা সময় বলল, যখন আমার হাতে একদম সময় নাই। আর এক মাস পর আমার নির্বাচন। আমি এখন এলাকাতেই সময় দেব।’
বিসিবিপ্রধান জানান, নির্বাচন শেষে আবারো তামিমের সঙ্গে বসবেন। কেবল তামিমের সঙ্গে নয়, সবার সঙ্গে বসে সবার সব কথা শুনবেন। তামিমের কথাও শুনবেন। তারপরই সিদ্ধান্ত নেবেন।
বিসিবি সভাপতি বলেন, ‘নির্বাচন শেষে আমি সবার সঙ্গে কথা বলে, কিছু বিষয় জানব। তামিমকে বলেছি, তুমি তো জানোই, আমি আগের মতো অনেক কিছুই জানি না। তামিমও তাতে একমত। বলল, হ্যাঁ, আপনি অনেক কিছুই জানেন না। এ কারণে আমি যা-ই সিদ্ধান্ত নিই, বিপিএলের পর নেব। তামিমের ব্যাপারে সিদ্ধান্তও তখনই নেব। তাকে বলেছি, যেটা ক্রিকেটের জন্য ভালো হয়, সেটাই করব। তামিম বলল, ফাইন।’