Logo
Logo
×

ক্রিকেট

টাইগারদের ব্যর্থতার কারণ জানালেন পাপন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৫:০১ পিএম

টাইগারদের ব্যর্থতার কারণ জানালেন পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, দলের সব ব্যাটসম্যান একসঙ্গে অফ ফর্মে, যে কারণে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।  

কলকাতায় বাংলাদেশ দল আছে তাজ বেঙ্গলে। সেখানেই রোববার টাইগারদের কোচিং স্টাফ ও সিনিয়র ক্রিকেটারদের নিয়ে জরুরি সভায় বসেন তিনি। সভা শেষে এ কথা বলেন বিসিবি সভাপতি।

বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘আমাদের এখনো তিনটি ম্যাচ বাকি আছে। তাই বিশ্বকাপের পারফরম্যান্স পর্যালোচনা এবং এর নিরিখে ব্যবস্থা নেওয়ার মতো অবস্থায় আমরা নেই। বিশ্বকাপ শেষ হোক, তারপর পুরো মূল্যায়ন করা হবে। তবে সামনে যেহেতু আরও খেলা আছে, সেহেতু এখনই চূড়ান্ত কিছু বলার সময় আসেনি।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম