Logo
Logo
×

ক্রিকেট

যে কারণে সাকিব-মিরাজরা মিডিয়া এড়িয়ে চলছেন 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০৬:৪১ পিএম

যে কারণে সাকিব-মিরাজরা মিডিয়া এড়িয়ে চলছেন 

বাংলাদেশ দলের খেলোয়াড়রা রোববার ধর্মশালায় জিম করে সময় কাটিয়েছেন। তাদের কোনো অনুশীলন ছিল না। সেখান থেকে হোটেলে ফেরার সময় বাংলাদেশি সংবাদকর্মীরা চেষ্টা করেও সাকিব-মিরাজদের সঙ্গে কথা বলতে পারেননি।

ক্রিকেটারদের মিডিয়া এড়িয়ে যাওয়ার বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তিনি বলেন, ‘এটা বলার মতো কোনো বিষয় না। আমরা সবাই জানি, একটা টুর্নামেন্ট যখন শুরু হয়, তখন পুরো মনোযোগ টুর্নামেন্টভিত্তিক থাকা উচিত। এখানে আমরা যদি কথা বলি, সবাই যদি মিডিয়ার সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখি, অনেক সময় কথায়-কথায় অর্থ পরিবর্তন হয়ে যায়। সেটা বিভিন্নভাবে উপস্থাপন হয় এবং এগুলো নিয়ে একটা ইস্যু তৈরি হয়।’

তিনি আরও বলেন, ‘এই ঝামেলাগুলো যেন না হয়, সেটাকে এড়িয়ে যেতেই সতর্কতা অবলম্বন করা খেলোয়াড়দের ক্ষেত্রে। দিন শেষে যেটা হয়, আমরা সবাই চাই বাংলাদেশ ভালো করুক। বাঙালি হিসেবে আপনি, আমি এবং সারা দেশ সবাই চায়। আমরা যে জিনিসটা করলে নিজেদের একটু মানসিকভাবে বুস্টআপ করে খেলায় মনোসংযোগ করা যায়, তাহলে অবশ্যই দিন শেষে ভালো কিছু হয়।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম