বিশ্বকাপে ভারতের ধর্মশালায় আফগানিস্তানকে ১৫৬ রানে গুটিয়ে ৯২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। বল হাতে ৯ ওভারে তিন মেডেনসহ স্রেফ ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।
এরপর ৩ নম্বরে ব্যাট করতে নেমে চাপের মুখে ৭৩ বলে ৫ চারে করেন ৫৭ রান। ম্যাচসেরার পুরস্কারও ওঠে মিরাজের হাতে। তার এ ধরনের পারফরম্যান্সে কেউ কেউ তো বলছেন- সাকিবকে টেক্কা দেওয়ার সামর্থ্য রাখে মিরাজ।
মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ এই তরুণ অলরাউন্ডারের প্রশংসা করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে সাকিবকে ছাড়িয়ে যাবে মিরাজ। মিরাজ তো আমাদের অধিনায়ক। মিরাজই আমাদের ভবিষ্যতের অধিনায়ক। মিরাজ সাকিবকেও ছাড়িয়ে যাবে, আমার বিশ্বাস। ক্যাপ্টেন হিসেবে চিন্তা ছাড়াই সে প্রথম চয়েস।
তামিম ইকবালের বিষয়েও কথা বলেছেন তিনি। মুশফিকের বাবা বলেন, ‘অবশ্যই মিস করছি। ওর ইনজুরি না হলে আমরা আরও ভালোভাবে এগোতে পারতাম। দল আরও বুস্ট আপ হতো।’
তামিমের বদলে ওপেনার হিসেবে রয়েছেন তানজিদ হাসান তামিম। তাকে নিয়ে মুশফিকের বাবা বলেন, ‘জুনিয়র ছেলে তো, প্রথম দিন একটু খারাপ হবেই। আন্তর্জাতিক খেলা আর লোকাল খেলা তো এক নয়। আন্তর্জাতিক ম্যাচ অনেক কঠিন। এই জায়গায় প্রথম প্রথম ওদের একটু সমস্যা হতে পারে।’