স্টিভেন স্মিথ। ফাইল ছবি
প্যাট কামিন্সের নেতৃত্বে ভারত সফরের প্রথম দুই টেস্টে তিনদিনে হেরেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টের পর গুরুতর অসুস্থ মায়ের পাশে থাকতে দেশে ফিরে যান কামিন্স।
ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথের নেতৃত্বে তৃতীয় টেস্টে নয় উইকেটের দারুণ জয় পায় অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের আগে ভারতে ফেরার কথা ছিল কামিন্সের। কিন্তু মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই পেসার। শেষ ম্যাচেও তাই নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার শুরু হতে যাওয়া আহমেদাবাদ টেস্টে স্মিথই নেতৃত্ব দেবেন দলকে। তার হাত ধরে সিরিজে সমতা টানার আশা করছে অস্ট্রেলিয়া। একসময় পূর্ণকালীন অধিনায়ক ছিলেন স্মিথ। তবে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসাবেই তিনি বেশি সফল। কামিন্স অধিনায়ক হওয়ার পর তার অনুপস্থিতিতে স্মিথের নেতৃত্বে খেলা তিন টেস্টেই জিতেছে অস্ট্রেলিয়া।