
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ এএম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৯২৯টি নমুনা পরীক্ষা করে এসব নতুন রোগী শনাক্ত হয়।
এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ২৮ রোগী। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৮৯৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে অপরিবর্তিতই, ২৯ হাজার ৪৪৬ জন।