ফাইল ছবি
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গত একদিনে তিনজনের মৃত্যু হয়েছে।
বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে হিন্দুস্তানটাইমস।
খবরে বলা হয়, ভারতে ইতোমধ্যে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যেই কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে শুক্রবার মৃত্যু হয়েছে তিনজনের। মারা যাওয়া প্রত্যেকের বয়স ৮০-র ওপরে। তাদের ফুসফুসে সংক্রমণ ছিল বলে জানা গেছে।
নিহতরা হলেন- কলকাতার পাটুলির বাসিন্দা সুন্দরী ঘোষ (৯৩), দমদমের বাসিন্দা সুবীরকুমার কর (৮০) ও খড়দার বাসিন্দা আরতি দাস (৯২)।
নিহতরা আগে থেকেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। ছিল বুকে সংরক্রমণ। এর মধ্যেই করোনায় সংক্রমিত হন তারা।
কলকাতায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। রাজ্যটিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০০ পার করেছে মঙ্গলবার। হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন।