রামেক হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ০৭:৫৩ এএম
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে হাসপাতালের ৩০ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজশাহীর ৫৮ বছর বয়সী এই ব্যক্তি করোনার উপসর্গে ভুগছিলেন।
রামেক হাসপাতালের এক প্রতিবেদনে শুক্রবার সকালে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে একজন ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে কেউ ছাড়পত্র পাননি। শুক্রবার সকাল পর্যন্ত মোট রোগী ছিলেন চারজন।
আগের দিন বৃহস্পতিবার রাজশাহীর ১০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে দুজনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ২০ শতাংশ।