Logo
Logo
×

কোভিড-১৯

করোনা আক্রান্ত অভিনেত্রী সায়নী ঘোষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ০৩:২৪ পিএম

করোনা আক্রান্ত অভিনেত্রী সায়নী ঘোষ

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের অভিনেত্রী ও পশ্চিমবঙ্গ রাজ্যের যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ।  

শনিবার রাতে অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন তিনি। সায়নী লেখেন, ‘জ্বর, সর্দি, কাশি কোনও উপসর্গই নেই। তবু যারা এই কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছেন, তারা দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন।’ খবর আনন্দবাজার পত্রিকার।

করোনার কারণে রাজনৈতিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। এখন তিনি শুধুই অভিনেত্রী নন। শাসক দলের যুব নেত্রীও বটে।

তাই কাঁধে অনেক দায়িত্ব। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। সায়নী লেখেন, ‘সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। দ্বিগুণ কর্মশক্তি নিয়ে।’

ভারতে আবারও করোনা সংক্রমণ দিনে দিনে বেড়ে চলেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম