Logo
Logo
×

কোভিড-১৯

ঢাকায় বৃহস্পতিবার থেকে শিশুদের করোনা টিকাদান শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ০৫:১২ এএম

ঢাকায় বৃহস্পতিবার থেকে শিশুদের করোনা টিকাদান শুরু

ঢাকায় আগামী বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলকভাবে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হবে। এর পর ২৫ আগস্ট থেকে সারাদেশে শিশুদের টিকাদান শুরু হবে। এসব শিশুকে বিশেষভাবে তৈরি ফাইজারের টিকা দেওয়া হবে।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে রোববার রাজধানীর নিপসম মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

মন্ত্রী বলেন, ১১ তারিখ থেকে আমরা ট্রায়াল শুরু করব। ফল ভালো হলে পুরোদমে শুরু করব। প্রথমে ঢাকায় দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায় শিশুদের জন্য টিকাদান কার্যক্রম শুরু করব।

তিনি বলেন, রোববার শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের আরও ১৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। 

এর আগে গত ৩০ জুলাই কোভ্যাক্স সুবিধার আওতায় ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা এসেছিল দেশে। সব মিলিয়ে শিশুদের জন্য ৩০ লাখ ডোজের বেশি টিকা এলো।

সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম