Logo
Logo
×

কোভিড-১৯

বগুড়ায় করোনা সংক্রমণ-মৃত্যু কমেছে

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০৬:০৯ পিএম

বগুড়ায় করোনা সংক্রমণ-মৃত্যু কমেছে

বগুড়ায় করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু কমেছে। সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গে দুজন।

এ সময় নতুন করে আরও ৯১ জন করোনা পজিটিভ হয়েছেন। সুস্থ হয়েছেন ১৫০ জন। আগেরদিন ১৩ জনের মৃত্যু ও সমসংখ্যক আক্রান্ত হয়েছিলেন। জেলায় মোট মারা গেছেন ৬২৪ জন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানিয়েছেন, আগে রেকর্ড করা বাহিরের জেলা বাদ দিলে মৃত্যুর সংখ্যা অনেক কমে যাবে।

করোনায় মৃত ছয়জনের মধ্যে বগুড়ার দুইজন হলেন- সদরের তাকলিমা বেগম (৪৮) ও হাওয়া বেওয়া (৭০)।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনায় ৫০ জন, এন্টিজেন পরীক্ষায় নয় জনের মধ্যে একজন করোনা পজিটিভ হন। ঢাকায় পাঠানো ২৪৩ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা হয়। এছাড়া বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৪ জনের নমুনায় তিনজন করোনা আক্রান্ত হন।

আক্রান্ত ৯১ জনের মধ্যে সদরে ২৯ জন, শেরপুরে ১৪ জন, শিবগঞ্জে ১৩ জন, দুপচাঁচিয়ায় ১১ জন, গাবতলীতে আটজন, কাহালুতে সাতজন, শাজাহানপুরে ছয়জন ও সারিয়াকান্দিতে তিনজন। আক্রান্তের হার ১৬ দশমিক ৫৭ শতাংশ।

সূত্রটি আরও জানায়, এ পর্যন্ত জেলায় মোট করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৯০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৮২ জন। মোট মারা গেছেন ৬২৪ জন। বর্তমানে হাসপাতালে ৩২৪ জনসহ ৭২৪ জন চিকিৎসাধীন আছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম