Logo
Logo
×

কোভিড-১৯

৫ম দিনে ঢিলেঢালা লকডাউন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ০৪:০১ পিএম

৫ম দিনে ঢিলেঢালা লকডাউন

কোভিড-১৯ এর ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে সারা দেশে জারি করা সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধের পঞ্চম দিন রাজধানীর সড়কে যানবাহন ও মানুষের চলাচল আরও বেড়েছে।

সড়ক-মহাসড়কে দাবিয়ে বেড়াচ্ছে ব্যক্তিগত গাড়ি। সড়ক ও আশপাশের অলিগলিতে ব্যাপক মানুষের আগাগোনা লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার রাজধানীর আবদুল্লাপুর,  বিমানবন্দর, মহাখালী, বনানী, মালিবাগ, মগবাজার, কাকরাইল, পল্টন, বিজয়নগরে খোঁজ নিয়ে জানা গেছে, সড়কে রিকশার পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যানবাহন, পণ্যবাহী যান চলছে।

বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা সুবির নামে এক পথচারী বলেন, দেখেন, মনে হবে না ঢাকা শহরে লকডাউন চলছে। যেভাবে মানুষজন যাতায়াত করছে, তাতে লকডাউন কাগজে কলমেই কঠোর।

খিলক্ষেত এলাকায় মুদি ও কাঁচাবাজারে লোকজনের উপস্থিতি দেখা গেছে। ভ্যানে করে তরকারি বিক্রি করতে দেখা গেছে মেৌসুমী ব্যবসায়ীদের। তাদের ঘিরে রেখেছেন ক্রেতা সাধারন। 

কাকরাইলের মোড়ে দেখা গেল রিকশার জটলা। পুরো সড়ক জুড়ে রিকশার বিচরণ। কেউ যাত্রী নিয়ে আবার কেউবা খালি রিকশা নিয়ে চলছে।

গুলশান-বনানী এলাকায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল অন্য যেকোনো দিনের চেয়ে বেশি।

ধানমণ্ডি, সাত মসজিদ রোড এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার প্রধান সড়কে রিকশা ও মানুষের চলাচল বেড়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহলও দেখা গেছে।

মঙ্গলবার সকালে বৃষ্টি হলেও থেমে নেই মানুষের বের হওয়া, সকাল থেকেই  নিত্য প্রয়োজনীয় দোকান খুলেছে।

হাসপাতাল এলাকাগুলোতে লোকজনের জটলা ছিল চোখে পড়ার মতো। শাহবাগ, গুলিস্তানে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি বহু রিকশা সড়কে দেখা গেছে।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম