Logo
Logo
×

কোভিড-১৯

বিশ্বব্যাপী করোনায় একদিনে সাড়ে ১০ হাজার মানুষের প্রাণহানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২১, ১২:০০ এএম

বিশ্বব্যাপী করোনায় একদিনে সাড়ে ১০ হাজার মানুষের প্রাণহানি

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে প্রায় সাড়ে ১০ হাজার মানুষ মারা গেছেন। এই সময়ে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৬৮ হাজার।

মঙ্গলবার সকালে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ১০ হাজার ৪৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছাল ৩২ লাখ ২৬ হাজার ৮৫৮ জনে।

এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৮ হাজার ৮২২ জন। এখন পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৫ কোটি ৪১ লাখ ৭৭ হাজার ৩৮০ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। 

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম