Logo
Logo
×

কোভিড-১৯

করোনার টিকা দিতে কনসার্ট আয়োজন!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ০৪:৫৭ এএম

করোনার টিকা দিতে কনসার্ট আয়োজন!

তেলআবিবের একটি ফুটবল স্টেডিয়ামে কোভিড-১৯ মোকাবেলায় শুক্রবার কনসার্ট আয়োজন করে কয়েকশ মানুষকে টিকা দেয়া হয়েছে।

পৌরসভা আয়োজিত চারটি কনসার্টের এটি প্রথম কনসার্ট। এদিকে ইসরাইল করোনাভাইরাস নিষেধাজ্ঞা অনেক শিথিল করেছে।—খবর এএফপির।

ইসরাইলি পপ তারকা ইভরি লাইডারের অনুষ্ঠানে অংশ নিতে ৩০ হাজার মানুষ ধারণ ক্ষমতাসম্পন্ন ব্লুমফিল্ড স্টেডিয়ামের মাঝখানে মাস্ক পরিহিত ৫০০ ভক্তকে বসে থাকতে দেখা যায়।

এ তারকা মাঠে পৌঁছানোর পর রিউত গোফার বলেন, অনুষ্ঠানটি সত্যিই মনোমুগ্ধকর। আমি অনেক খুশি।

তিনি আর বলেন, আমাদের স্বাভাবিক জীবনযাপনে ফেরার ক্ষেত্রে এটি সবেমাত্র শুরু বলে আমি আশা করছি।

তৃতীয় দফার লকডাউনের পর গত ফেব্রুয়ারি থেকে ইসরাইল করোনাভাইরাস বিধিনিষেধ শিথিল করা শুরু করে। আর তখন থেকেই পর্যায়ক্রমে তারা বিভিন্ন শপিং মল, জিম, সুইমিং পুল, হোটেল ও কিছু সাংস্কৃতিক কেন্দ্র ফের খুলে দেয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম