Logo
Logo
×

কোভিড-১৯

করোনার ধকল কাটিয়ে ওঠা ব্রাজিল প্রেসিডেন্টের কিডনিতে পাথর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৮ এএম

করোনার ধকল কাটিয়ে ওঠা ব্রাজিল প্রেসিডেন্টের কিডনিতে পাথর

ফাইল ছবি

কোভিড-১৯ মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই ফের দুঃসংবাদ ভর করেছে ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর কাঁধে। এবার তার কিনডিতে পাথর ধরা পড়েছে। এটি অপসারণে চলতি মাসের যে কোনো সময় তাকে অস্ত্রোপচার করানো লাগতে পারে। খবর বিবিসি ও সিএনএনের। 

সিএনএন  ব্রাজিলের খবরে বলা হয়েছে– আলট্রাসাউন্ড টেস্ট করার পর চিকিৎসকরা জানিয়েছেন, বোলসোনারোর কিনডিতে পাথর রয়েছে এবং সেটি শিমের দানার চেয়ে কিছুটা বড়। ক্যাথেটার ছাড়াই এটি অপসারণ করা যাবে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি ব্রাজিলের প্রেসিডেন্ট অফিস।

জুলাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন ৬৫ বছর বয়সী বোলসোনারো। এর পর দুই সপ্তাহ আইসোলেশনে থাকেন। সুস্থ হওয়ার পরই তিনি পুরোদমে কাজে যোগ দেন। জনসম্মুখে যাওয়া শুরু করেন। এর আগে কোভিড-১৯ মহামারীকে পাত্তাই দেননি তিনি। এটিকে সাধারণ ফ্লু বলে মন্তব্য করে দিব্যি ঘুরে বেড়ান মাস্ক ছাড়াই। এমনটি মোটর শোভাযাত্রাও করেন সমর্থকদের নিয়ে। এ নিয়ে ব্যাপক সমালোচিত হন ডানপন্থী এ নেতা।

তবে অনেক দিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন ৬৫ বছর বয়সী বোলসোনারো। ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় প্রতিপক্ষ সমর্থকের ছুরিকাঘাতে আহত হলে তার পেটে চারবার অস্ত্রোপচার করাতে হয়।
 
কিডনিতে পাথর ধরা পড়ার বিষয়টি বোলসোনারো নিজেই সিএনএন ব্রাজিলকে জানিয়ে বলেন, আমি হালকা ব্যথা অনুভব করছিলাম। এর পর  চেকআপে যাই আমি। কিন্তু এখন ভালো আছি। বয়সের কারণে এমনটি হতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম