Logo
Logo
×

কোভিড-১৯

সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর করোনা পজিটিভ  

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩১ আগস্ট ২০২০, ১২:৪২ পিএম

সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর করোনা পজিটিভ  

ফাইল ছবি

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুণ হাবিব। তিনি আবু ওসমান চৌধুরীর মেয়ে নাসিমা তারিকের বরাত দিয়ে জানান, রোববার শারীরিক অবস্থার অবনতি হলে আবু ওসমান চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষা করা হলে তার করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। 
আবু ওসমান চৌধুরী (৮৫) মুক্তিযুদ্ধকালে ৮ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেক্টর কমান্ডারস ফোরামের সহসভাপতি। প্রবীণ এ মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম