Logo
Logo
×

কোভিড-১৯

গণস্বাস্থ্য নগর হাসপাতালে করোনা রোগীদের জন্য আরটিপিসিআর পরীক্ষা 

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ১২:৪২ পিএম

গণস্বাস্থ্য নগর হাসপাতালে করোনা রোগীদের জন্য আরটিপিসিআর পরীক্ষা 

ফাইল ছবি

গণস্বাস্থ্য নগর হাসপাতালে কোভিড-১৯ রোগীদের জন্য আরটিপিসিআর পরীক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে।শনিবার বেলা ১১ টায় রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের ৬ষ্ঠ তলায় গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার‌্য অধ্যাপক নজরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।এতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক ডা. মাহবুবুর রহমান ও ডা. বদরুল হক। 

শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের  সহযোগী সংগঠন গণস্বাস্থ্য আরএনএ বায়োটেক লিমিটেডের সার্বিক সহায়তায়  একটি অত্যাধুনিক মলিকিউলার ডায়াগনস্টিক ল্যাবরেটরী স্থাপন করার কাজ হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসাবে কোভিড-১৯ রোগীদের আরটিপিসিআর এর মাধ্যমে রোগ নির্ণয়ের জন্য কার্যক্রম শুরু হচ্ছে।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম