Logo
Logo
×

কোভিড-১৯

কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ০১:৫৬ পিএম

কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

ফাইল ছবি

কুমিল্লায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- নগরীর শাকতলা এলাকার নূরজাহান বেগম (৬০), জেলার বরুড়া উপজেলার বাঁশতলী গ্রামের কল্পনা রানী পাল (৬৫), চৌদ্দগ্রাম

উপজেলার দেলোয়ার হোসেন (৬০), একই উপজেলার শ্রীপুর কালিয়াপাড়া এলাকার দিলিপ কুমার ভৌমিক (৬২), লালমাই উপজেলার আবদুল জাব্বার (৭৩) এবং

একই উপজেলার বাগমারা এলাকার সৈয়দপুর গ্রামের এ কে এম সিরাজুল ইসলাম (৭৫)।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই ছয় রোগী কুমিল্লা হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ ছাড়া এই হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩৬৭ জন মারা গেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম