Logo
Logo
×

কোভিড-১৯

বরিশালে র‌্যাব-পুলিশসহ আরও ১৯ জন করোনায় আক্রান্ত

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ১১:৪৯ পিএম

বরিশালে র‌্যাব-পুলিশসহ আরও ১৯ জন করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বরিশালে র‌্যাব-পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৮৩৭ জন। একই সময়ে আক্রান্ত ৫০ জন রোগী সুস্থতা লাভ করেছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ ২ হাজার ৩২ জন।

রোববার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করে জানানো হয় গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোনো রোগীর তথ্য পাওয়া যায়নি। ফলে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা রয়েছে মোট ৫১ জনে।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে উজিরপুর উপজেলার ৪ জন, মুলাদী উপজেলার ২ জন, আগৈলঝাড়া উপজেলার ১ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত আলেকান্দা এলাকার ৩ জন, সাগরদী এলাকার ২ জন, চাঁদমারি এলাকার ১ জন, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১ জন, জেলা পুলিশের ১ জন, র‌্যাব-৮-এ কর্মরত ১ জনসহ মোট ১৯ জন।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই ওই ১৯ জন রোগীর অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে।

গত ১২ এপ্রিল থেকে এ পর্যন্ত জেলার বাবুগঞ্জ উপজেলায় ১০৩ জন, সদর উপজেলায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ ২ হাজার ৬৩ জন, উজিরপুর উপজেলায় ১৫০ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১১৮ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৪৭ জন, হিজলা উপজেলায় ৪৮ জন, বানারীপাড়া উপজেলায় ৬৭ জন, মুলাদী উপজেলায় ৬৯ জন, গৌরনদী উপজেলায় ১০০ জন, আগৈলঝাড়া উপজেলায় ৭২ জন করে মোট ২৮৩৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম