Logo
Logo
×

কোভিড-১৯

অনুদান পেলেন গাইবান্ধার ৪৫ জন ক্রীড়াবিদ

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ১২:০১ পিএম

অনুদান পেলেন গাইবান্ধার ৪৫ জন ক্রীড়াবিদ

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত গাইবান্ধার খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট ৪৫ জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ অনুদান প্রদান করা হয়।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদ প্রদত্ত ওই অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন, সদস্য মো. সিরাজুল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনা প্রমুখ।

অনুষ্ঠানে করোনার কারণে ৪৫ জন ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্টদের ৭ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম