Logo
Logo
×

কোভিড-১৯

অতিরিক্ত ওজন করোনার ঝুঁকি বাড়ায়

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ০৫:৩১ এএম

অতিরিক্ত ওজন করোনার ঝুঁকি বাড়ায়

ছবি সংগৃহীত

বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রথম থেকেই বলে আসছেন ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনি রোগ এবং যাদের অতিরিক্ত ওজন রযেছে, তাদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। 

অতিরিক্ত ওজন মেটেও ভালো নয়। অতিরিক্ত ওজনের ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে যে কোনো সংক্রমণ রোগ বা ভাইরাস সহজে শরীরে বাসা বাঁধতে পারে। তাই অতিরিক্ত ওজন থাকলে অবশ্যই কমিয়ে ফেলতে হবে। 

এ বিষয়ে মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ কনসালট্যান্ট ডা. ফাহিম আহমেদ রূপম (সিটিস্কিন সেন্টার, শান্তিনগর, ঢাকা) যুগান্তরকে  বলেন, অতিরিক্ত ওজন হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে যে কোনো রোগ সহজে আক্রান্ত করে। 

তিনি বলেন, অতিরিক্ত ওজন অন্য রোগের মতোই করোনার ক্ষেত্রেও ঝুঁকি বাড়াচ্ছে। আর যদি রোগীর ডায়াবেটিস, উচ্চরক্তচাপ বা হৃদরোগের সমস্যা থাকে, তবে আক্রান্ত হলে জটিলতার আশঙ্কাও বাড়বে। 

এখন প্রশ্ন হচ্ছে– কী করবেন বা কী করা প্রয়োজন-

কী করবেন

অতিরিক্ত ওজন থাকলে তা অবশ্যই কমিয়ে ফেলতে হবে।
 
১. ওজন কমাতে চাইলে অবশ্যই ডায়েট করতে হবে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেমন– চিনি, মিষ্টি, ময়দা, ফলের রস ও কোমলপানীয় খাওয়া কমিয়ে দিন। 

২. কার্বোহাইড্রেট ও প্রোটিনসমৃদ্ধ লাল চালের ভাত, আটার রুটি, পর্যাপ্ত শাকসবজি, ডাল, ছোলা, মাছ-ডিম-মাংস-ফল-দুধ খেতে পারেন। আর তেল-মসলাদার খাবার খাবেন না। 

৩. ওজন কমাতে ডায়েটিংয়ের পাশাপাশি হাঁটুন ও ব্যায়াম করুন। বয়স বেশি হলে এবং উচ্চরক্তচাপ, হৃদরোগ বা হাঁটু-কোমরে ব্যথা থাকলে ব্যায়াম করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম