কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন। সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মেডিকেল কলেজের পরিচালক ডা. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুমিল্লার বরুড়া উপজেলার তাজুল ইসলাম (৬০), চৌদ্দগ্রামের নজরুল ইসলাম (৫৫), লালমাই উপজেলার মাসুদা বেগম (৮০), লাকসাম উপজেলার লাল মিয়া (৬৫) এবং সদর দক্ষিণ উপজেলার আবদুল করিম (৭০) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।