Logo
Logo
×

কোভিড-১৯

খুলনায় নকল স্যানিটাইজার বিক্রয়কেন্দ্রে মোবাইল কোর্ট পরিচালনা

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১০:৪৪ পিএম

খুলনায় নকল স্যানিটাইজার বিক্রয়কেন্দ্রে মোবাইল কোর্ট পরিচালনা

ছবি-যুগান্তর

নগরীর মুজগুন্নী এলাকায় ‘তালহা এন্টারপ্রাইজ’ নামে একটি বিক্রয়কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। 

নকল মাস্ক ও স্যানিটাইজার বিক্রির দায়ে বিক্রয়কেন্দ্রটি সিলগালাসহ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে কাউকে আটক করা হয়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আবদুল্লাহ আল ফয়সাল।

তিনি যুগান্তরকে জানান, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে নকল মাস্ক, স্যানিটাইজারসহ ডিটারজেন্ট, এলইডি বাল্ব ও মশার কোয়েল উদ্ধার করা হয়। পাওয়া গেছে অনেকগুলো লেভেল ষ্টিকার। এসব পণ্য রাজধানীসহ অন্যান্য জেলা থেকে খুলনায় আনা হত। এরপর পণ্যের ওপর লেভেল লাগিয়ে সেটি বাজারে ছাড়া হতো।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম