Logo
Logo
×

কোভিড-১৯

করোনা মুক্ত হলেন পবিপ্রবির ভিসি

Icon

পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০৬:৪০ পিএম

করোনা মুক্ত হলেন পবিপ্রবির ভিসি

ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১২ দিন চিকিৎসা শেষে করোনা মুক্ত হলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবির) ভিসি প্রফেসর ড. হারুনর রশীদ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম জানান, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসির ফলোআপ রিপোর্টে নেগেটিভ এসেছে।

উল্লেখ্য, ১৩ জুলাই বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে অসুস্থতার কারণে সস্ত্রীক নমুনা প্রদান করেন ভিসি। তার ফুসফুসে ইনফেকশন থাকায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে সরকারি সহায়তায় বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হলে নমুনা পরীক্ষার পরে তার রিপোর্ট পজিটিভ আসে। সেখানে ১২ দিনের চিকিৎসা শেষে অবশেষে করোনা মুক্ত হলেন ভিসি প্রফেসর ড. মো. হারুনর রশীদ।

এদিকে করোনা থেকে মুক্ত হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিসি প্রফেসর ড. মো. হারুনর রশীদ তার ও তার স্ত্রীর রোগমুক্তির জন্য যারা দোয়া ও সহমর্মিতা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মোহাম্মদ কামরুল ইসলাম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম