Logo
Logo
×

কোভিড-১৯

করোনাকালে মানবিক কাজ বন্ধে চক্রান্তের অভিযোগ, হুমকি

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৯:২৬ পিএম

করোনাকালে মানবিক কাজ বন্ধে চক্রান্তের অভিযোগ, হুমকি

বরিশাল

বরিশালে বাসদ-এর করোনাকালীন সেবামূলক কার্যক্রম বন্ধ করতে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বাসদ জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ-এর কার্যালয় সংলগ্ন মাতৃছায়া স্কুল কম্পাউন্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মনীষা।

তিনি এ সময় বলেন, নগরীর ফকিরবাড়ি রোডে বাসদ কার্যালয়টি যেখানে রয়েছে সেটিসহ পার্শ্বর্তী মাতৃছায়া স্কুলের জায়গার মূল মালিক মুক্তিযোদ্ধা হাসান ইমামের উত্তরসূরিরা। তাদের কাছ থেকে ভাড়া নেন বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ সুজিত কুমার। তার কাছ থেকে মূলত ভাড়া নিয়ে কার্যালয় চালাচ্ছে বাসদ। সম্প্রতি করোনাকালে স্কুল বন্ধ থাকায় মাতৃছায়া স্কুল এবং এর প্রাঙ্গণ ব্যবহার করে অক্সিজেন ব্যাংক গঠন, মানবতার বাজার, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, ডেডিকেটেড অ্যাম্বুলেন্স সার্ভিস পরিচালনা করে আসছে বাসদ।

কিন্তু সম্প্রতি সুজিত কুমার তাদেরকে ওই জায়গা ব্যবহারের জন্য অযাচিতভাবে অতিরিক্ত অর্থ দাবি এবং চুক্তিবদ্ধ হওয়ার জন্য চাপ দিচ্ছেন। এমনকি তারা যাতে ওই স্থানে প্রবেশ করতে না পারে সে জন্য এর মূল গেট আটকে দেয়া হয়েছে। এমনকি ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে শোডাউন দেন এবং ওই স্থান ছেড়ে দেয়ার হুমকি-ধামকি দেন। অথচ মূল মালিক তাদের থাকতে বলেছে এবং সুজিত কুমারের সঙ্গেও মূল মালিকের চুক্তি ২০১৭ সালে শেষ হয়ে গেছে।

ডা. মনীষা বলেন, বর্তমান সময়ে ওই স্থান ছেড়ে দিলে তাদের মানবিক কার্যাবলীগুলো বন্ধ হয়ে যাবে। যা বরিশালবাসীর জন্য ক্ষতিকর হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাসদ-এর জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম