স্বাস্থ্যের হাসপাতাল শাখার পরিচালক ওএসডি, নতুন পরিচালক নিয়োগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ০৫:৩৪ এএম
ফাইল ছবি
করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে বিভিন্ন হাসপাতালের প্রতারণা নিয়ে তোলপাড়ের মধ্যেই স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল হাসানকে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তার স্থলে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ডা. ফরিদ হোসেন মিয়াকে।
বৃহস্পতিবার এ মর্মে নির্দেশনা দিয়ে সরকারি পরিপত্র জারি করা হয়েছে।
করোনার নমুনা পরীক্ষার অনুমোদনহীন হাসপাতাল রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়ে আমিনুলের দিকে অভিযোগের আঙুল ওঠায় তাকে এই পদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, এই আমিনুল হাসানই গত ২১ মার্চ রিজেন্ট হাসপাতালের চুক্তিবিষয়ক চিঠিতে লেখেন– ‘সচিব স্যারের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়।’
প্রসঙ্গত করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের কাজে সমন্বয়হীনতা শুরু থেকেই ছিল। সেটি প্রকাশ্যে আসে রিজেন্ট হাসপাতাল এবং জেকেজি হেলথকেয়ারের নজিরবিহীন দুর্নীতি, অনিয়ম ও প্রতারণার পর।
এ ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম পদত্যাগ করেছেন। হাসপাতাল শাখার পরিচালকও যে বাদ পড়বেন সেটিও অনুমিতই ছিল।