Logo
Logo
×

কোভিড-১৯

রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি করোনায় আক্রান্ত

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৮:৫৩ পিএম

রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি করোনায় আক্রান্ত

রাজবাড়ীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম। 

জানা গেছে, খান মোহাম্মদ জহুরুল হক গত ১৯ জুলাই রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা প্রদান করেন। বুধবার দুপুরে তার রিপোর্ট পজিটিভ আসে। 

খান মোহাম্মদ জহুরুল হক যুগান্তরকে বলেন, আমি সুস্থ আছি।বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করব। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আবদুল মতিনসহ জেলার সব গণমাধ্যমকর্মী তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, রাজবাড়ীতে বুধবার নতুন করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯৭৩ জন। তাদের মধ্যে ৫২৯ জন সুস্থ হয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম