Logo
Logo
×

কোভিড-১৯

অনলাইন আবেদনের সময়সূচি প্রকাশ, একাদশ শ্রেণিতে ভর্তিতে কমছে উন্নয়ন ফি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৭:৪৮ পিএম

অনলাইন আবেদনের সময়সূচি প্রকাশ, একাদশ শ্রেণিতে ভর্তিতে কমছে উন্নয়ন ফি

একাদশ শ্রেণিতে ভর্তিতে উন্নয়ন ফি কমছে। বর্তমানে কলেজগুলো সর্বোচ্চ তিন হাজার টাকা এই ফি নিতে পারে। 

করোনা মহামারীতে অভিভাবকের উপার্জন কমে যাওয়ায় এ ফি কমানোর চিন্তা করছে সরকার। এবছর প্রায় ১৭ শিক্ষার্থী এস এসসি ও সমমানের পরীক্ষা পাস করেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, অনেক কলেজেরই উন্নয়ন ফি নেয়ার প্রয়োজন নেই। 

এরপরও প্রতিষ্ঠানগুলো ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সেই ফি আদায় করছে। আবার কোন কোন কলেজের ফি আদায় প্রয়োজন হতে পারে। 

এমন বাস্তবতায় এই খাতে ফি ধার্য রাখা হবে। কিন্তু ৩০০০টাকার সিলিং কমানো হবে। বিষয়টি নীতিমালায় উল্লেখ করে দেয়া হবে। 

এছাড়া ভর্তিতে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৫০০০ আধা এমপিওভুক্ত বা প্রাইভেট প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৯০০০ এবং ইংরেজি ভার্সনে ১০ হাজার টাকার বেশি নেয়া যাবেনা। আগামী ৯ আগস্ট এর আগে এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হবে।

এদিকে সোমবার অনলাইনে আবেদন গ্রহণের সময়সূচী প্রকাশ করা হয়েছে। আগামী ৯ আগষ্ট থেকে একাদশ শ্রেনীতে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে। প্রথম পর্যায়ে ২০ আগষ্ট পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। 

http:/ww/w.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আগের বছরের মতো এবার এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ নেই।

অনলাইনে আবেদনে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ   পছন্দ   করতে   পারবে।  তবে  এবারও   আগের   বছরের  মতোই  আবেদন  ফি ১৫০টাকাই থাকছে। 
পরিশোধ করা যাবে নগদ, সোনালী সেবা, টেলিটক, বিকাশ,সিওর ক্যাশ ও রকেটের মাধ্যমে। 

ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, ৯ আগষ্ট থেকে আবেদন গ্রহণ শুরু হলেও ১৫আগস্ট জাতীয় শোক দিবসে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে। প্রথমপর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২৫ আগস্ট রাত ৮টায়।

শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট রাত ৮টাপর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত৮টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায় ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। এই পর্যায়ের নিশ্চায়ন করা যাবে ৫ ও ৬ সেপ্টেম্বর। 

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ৭ ও ৮ সেপ্টেম্বর। এই পর্যায়ের ফল ওদ্বিতীয়   মাইগ্রেশনের   ফল   প্রকাশ  ১০  সেপ্টেম্বর   রাত  ৮টায়। এই পর্যায়ের নিশ্চায়ন ১১ ও ১২ সেপ্টেম্বর।  

কলেজ ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ ১৩ সেপ্টেম্বর রাত ৮.টায়। আর কলেজে ভর্তি হতে হবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম