Logo
Logo
×

কোভিড-১৯

সপরিবারে করোনায় আক্রান্ত রাজশাহী বিভাগীয় কমিশনার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৩:০৭ এএম

সপরিবারে করোনায় আক্রান্ত রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার (৫৪) সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় বিভাগীয় কমিশনার ছাড়াও তার স্ত্রী নাসরিন খোন্দকার (৪৫) এবং ছেলে তানজিম মাহাতাবের (১৭) করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার একজন আত্মীয় করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার করোনা সংক্রমণ ধরা পড়ার আগে তিনি বাসায় এসেছিলেন। তার সঙ্গে মিশেছিলেন। তাই সন্দেহ থেকেই সপরিবারে নমুনা দেন। এতে রিপোর্ট পজিটিভ এসেছে।

বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আমরা সবাই সরকারি বাসায় আছি। শারীরিকভাবে সবাই ভালো আছি। কারও কোনো সমস্যা নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম