Logo
Logo
×

কোভিড-১৯

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ১০:৩২ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু

প্রাণঘাতী করোনার প্রভাবে টানা সাড়ে ৩ মাস পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষা কার্যক্রম চূড়ান্তভাবে অনলাইনে শুরু হয়েছে। বুধবার আনুষ্ঠানিক ভাবে ২৪টি বিভাগ এ অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন জানান, গত দুই মাস পরীক্ষামুলকভাবে অনলাইন ক্লাস পরিচালনার পর থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী তারা চূড়ান্তভাবে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছে।

তিনি বলেন, প্রথমদিন বিভিন্ন বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গড়ে প্রায় ৬৩ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল। তিনি আশা প্রকাশ করেন সামনে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং বিগত দিনে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের যতটুকু ক্ষতি হয়েছে তা থেকে দ্রুত উত্তরণ ঘটবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম বলেন, করোনার প্রভাবের মধ্যে প্রতি সপ্তাহেই তিনি দুটি করে অনলাইন ক্লাস নিয়েছেন। অনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনে শুরু হওয়ায় এখন থেকে এর গতি আরও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, পরীক্ষামুলকভাবে ক্লাসে লাইভে ৫০ থেকে ৬০ ভাগ শিক্ষার্থী উপস্থিত ছিল। নিয়মিত অনলাইন ক্লাসে মোট শিক্ষার্থীর অর্ধেক উপস্থিতি থাকবে বলে তিনি মনে করেন।

শিক্ষক নেতা ড. খোরশেদ আরও বলেন, মূলত শিক্ষার্থীদের প্রধান সমস্যা মোবাইলের ইন্টারনেটের নেটওয়ার্ক এর দুর্বল স্পিড। এছাড়া অনেকেরই স্মার্ট ফোন কিংবা ল্যাপটপ নেই এবং অনলাইনে যুক্ত হতে যে ডাটা কিনতে হচ্ছে তা ব্যয়বহুল। তিনি এজন্য শিক্ষার্থীদের জন্য ’সুদ মুক্ত শিক্ষা ঋণ’ দাবি করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম