করোনার ভুয়া সার্টিফিকেট, অভিযুক্তদের মৃত্যুদণ্ড দাবি
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ১২:১০ পিএম
করোনার এই সংকটে ভুয়া সার্টিফিকেট প্রদান, নকল ওষুধ ও নিম্নমানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহের দায়ে অভিযুক্ত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ ও জিকেজির কর্ণধার ডা. সাবরিনাসহ দোষীদের মৃত্যুদণ্ড প্রদানের দাবি করেছে ময়মনসিংহের মানুষ।
বৃহস্পতিবার বিকালে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জনউদ্যোগ নামে একটি সংগঠন।
মানববন্ধন চলাকালে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, বাংলার মুখের সভাপতি অধ্যাপক দিলরুবা শারমিন, জনউদ্যোগ সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট আবদুল মোতালেব লাল, সজল কোরায়শী প্রমুখ।